মোর দুনিয়ার ঘর ছেড়েছি এই দুনিয়াকে আপন করে ,
দিক-দিগন্তের পথ ঘুরে আমি হলাম শেষে ভবঘুরে ,
মোর বাসার ছাদ বলতে বুঝি আমি নীল-কালো আকাশ ,
এই দুনিয়ার সংসার আপন করে  প্রাণ ভরে নি মুক্ত বাতাস ।


কখনও ফুটপাথ,গাছতলা বা কখনও দোকানের বেঞ্চিতে ,
আরাম করে জিরিয়ে নি যদি কখনও পড়ে ব্যাঘাত ঘুমেতে ,
খিদের তাড়ায় ঘুম ভাঙলে খাবার কিনি পাশে পড়ে থাকা পয়সাতে ,
রুটি,জিলিপি ভোজন আর চায়ের চুমুকে আহার-পান করি আরামেতে ।


নিজের পরিবার করেছি বিশাল আছে তাতে হাবলু, বাঁটু,ভিখু মোহন,
শ্যামল চা-ওয়ালা বা  বিমলবাবু সবার কাছেই আমি হয়েছি আপন ,
রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে আমি ঘুরে বেড়াই অজানা দিগন্তের দিকে ,
মনের শান্তি নিয়েও খুজে ফিরে বেড়াই পেতে মনের মত বাসাকে ।