কতই যে রঙ্গ দেখি দুনিয়ায় ,
তোমার এই সেলফির আজব মহিমায় ,
গাল ফুলিয়ে-ঠোঁট বেকিয়ে গজকচ্ছপ ভঙ্গিমায় ,
পোস্ট করো নিজ-রূপ দেখে নিজেকে আয়নায় ।


তোমার রূপের ছটা দেখে ,
বুড়ো আঙুল দেখায় সবাই ,
আসতে থাকে বাঃ-বাহবা ,
বলে সবাই হেলো কিংবা হাই ।


দুনিয়া চলেছে নিজের গতিতে ,
নিজ-দুনিয়ায় চলেছ আপন মতিতে ,
দিন শুরু হয় তোমার কোনও বায়নায় ,
শেষ হয় নিজেকে দেখে আয়নায় ।


অনলাইন আর রূপের দুনিয়ায় ,
মোহ-মায়ার জালে আসলে যে তুমি বন্ধ ,
চারপাশের মানুষের সুখদুঃখকে বুড়ো আঙুল দেখিয়ে ,
নিজ-ভালবাসায় আজ হয়েছ তুমি অন্ধ ।


নিজ-ভালবাসার মোহ কেটে যেদিন ,
শিখবে তুমি ভালবাসতে অপরকে ,
আয়নায় নয় অপরের দুঃখ দূর করে ,
তাদের আনন্দে খুঁজে পাবে প্রকৃত নিজ-রূপকে ।