বিকেলের অবেলায় এ কোন আবেশে পথ চলা ,
হারানো সুরগুলো কেন দেয় এ মনকে দোলা ,
পিছন ফিরে দেখি জীবনে কতটা পথ এসেছি আমি ,
কতটা পথ তোর স্মৃতির সাথী হয়ে ঘুরেছি আমি ।


ছিলি ক্ষণিকের মায়ায় সুতোয় বেঁধে ,
এখনো আছিস মনের কোণে গেঁথে ,
বলতিস কি করবি যদি মিলিয়ে যাই নীল আকাশে ,
বলতাম তোকে খুঁজে পেতে মেঘ হয়ে থাকব ভেসে ।


তোর শেষ কথাগুলো মনে উড়োচিঠি হয়ে ভেসে বেড়ায় ,
আর কিছু না বলা প্রশ্নরা উত্তর খুঁজে নিজেদের হারায় ,
যদি সবকিছু দিয়ে ফিরে পেতাম তোকে খুঁজে শেষে ,
সেদিন বলতাম নিজেকে ভালো আছি তোকে ভালোবেসে ।