আজব শহর


ছুটে চলেছি আমি, ছুটে চলেছি  আমি অক্লান্ত ভয়ে।
পুরো শহরটা আজ অন্ধকারে ঢাকা।
শহরের শরীর, যৌবন কেও ্যেন কেড়ে নিয়েছে।
মানুষজন কী আজ নির্বুদ্ধতার খোলকের মধ্যে ঢুকে গেছে।
বিচার বুদ্ধির জানালা গুলো ও আজ বন্ধ দেখছি।
সমস্ত চোখের জল বুঝি শহরটাকে ভিজিয়ে দিয়ে গেছে।
রাস্তার ধারের কুকুর গুলো কি আজ নীরবতা পালন করছে?
রাস্তার ল্যম্পপোস্ট গুলো কী আজ মুখ লুকিয়েছে সত্যতার কাছে?
আজ শহরের বুকের নির্ভয়া রক্ত যেন বেশ সহজলভ্য।
সভ্যতার সাজানো শহরের বাগান আজ বিপদসঙ্কুল অরণ্য।
আমি পঁচিশ বছর বয়সি সৈকত,
চেনা শহরটিকে বড়ো অচেনা লাগছে আজ।
তারপর ই এক ভাঙা রেডিও র শব্ধ পালিয়ে যাও,পালিয়ে বাঁচে থাকো।