আমার কোলকাতা


চারিদিকে সব বড়বড় বাড়ি,
ছুটে চলেছে গাড়ির সারি।
শিয়ালদহে ট্রেন চলাচল নানা ইঞ্জিনের সুর,
একটু ভেবে বলতে পারো কি ভিক্টোরিয়া কতদূর।


চিড়িয়াখানায় এখন‌ও আছে নানা জাতের পশু,
শিতের আমেজে ভির করে সেখানে বৃদ্ধ যুবক নাবালক শিশু।
যাদুঘরে আছে অনেক যাদু  নানা জিনিসের স‌্র‌ক্ষন,
একটু ভেবে বলতে পারেন এটা যুগের মেলবন্ধন।
কলেজস্ট্রিট মানেই হলো নানা রকম ব‌ইয়ের মেলা,
সময় পেলেই উপভোগ করা যায় কফি হাউসের আড্ডা
আড্ডা খেলা।
সায়েন্সসিটি হলো বিঙ্গানের নানা সূত্রের খেলা,
একটু ঘুরলেই দেখতে পাবে নকল আকাশের ভেলা।
ময়দান সেই ময়দানেতই করে না পায়চারি,
বিকেল হলেই বসতে পারো যদি মনটা থাকে ভারী।
হাওড়া সেতু ঠিক যে আছে হুগলী নদীর তীরে,
অনেক কিছু হারিয়ে গেছে সুসভ্যততাদের ভিড়ে।
কলকাতা এখনো নিজের নামেই যুগযুগন্তরের করমর্দন,
কোনো কিছু বদলায়নি শুধু মানসিকতার রদবদল।।