এখন অনেক রাত, চারিদিকে ঘন অন্ধকার।
তবুও চাঁদ তার অস্তিত্ব বজায় রাখছে তার উজ্জ্বলতায়,ঝিঁঝিঁ  পোকা তার শব্দে।
হটাৎ কি যেনো হাত‍ দিতে গিয়ে একটা খাম খুঁজে পেলাম।
স্পর্শ করে বুঝতে পারলাম এটা খুব পরিচিত একটা খাম,
কিন্তু এখন সেটা নিজের পরিচিত গোপন করেছে।
আর ধূলো মেখে এক কোনে তার একাকিত্বের পরিচয় দিচ্ছে।
খাম খুলতেই বেরিয়ে এলো এক রাশ চিঠি।
চিঠি গুলো কিসের?
এগুলো তো তোমার বর্নময়ী  ভালোবাসার চিহ্ন।
বর্ণময়ী ভালোবাসার চিহ্ন গুলো দেখো আজও দুজনকে  খুঁজে বেরাচ্ছে।
কিন্তু তোমার কী আমাকে মনে পরে? হয়তোবা না!
আর আমাদের ভালোবাসা, সেটা হয়তো অদৃশ্য ভাবে মিলিয়ে গেছে।
আর সেটাই আমাদের সম্পর্কে র দুরত্ব বজায় রাখছে।।