রাত্রি কেটে সকাল হয়েছে,সুট বুট পরা মানুষেরা দূত এগিয়ে চলেছে কাজের দিকে,,,আনন্দ উৎসবের দিকে।।
আরেক দল মানুষের ভিড় দেখা যাচ্ছে রাস্তার ওদিকে,, কী করছে ওরা? ওরাও কী


আনন্দে মেতে উঠেছে?
আরে না তো ওরা তো সভ‍্য সমাজের অসভ‍্য মানুষের দল,ওদের যে আনন্দে মাততে মানা।।
তারা তো সভ‍্যের ঝনাৎ করে ফেলা কয়েনের শব্দে খুশি।।
তারা খুশি কখন সভ‍্যেরা খাবার অবশিষ্টাংশ ফেলে দেবে।।
তাদের দরকার নেই pizza , burger... মতো খাবার ,দরকার পেটের জালা জোরানো অন‍্যের।।
সভ‍্য জগৎ তাদের অসভ‍্য বলে ডাকে,কিন্তু সভ‍্য জগতের সভ‍্যরা কি জানে না,ঘরের আলোর জায়গায় মনের আলো জ্বলানো দরকার।।
সভ‍্যেরা কি জানেনা,খাদ‍্য অপচয় না করে তা অসভ‍্য দের মধ্যে বিতরণ করলে তাদের পেটের জালা দূর হয়।।
দূর হয় ঐ অসভ‍্যের হাহাকার।।
সভ‍্য সমাজেও যে শোনা যায় অসভ‍্যের হাহাকার, আর ফুটে ওঠে সভ‍্যের অমানুষিকতা।।।



আনন্দে মেতে উঠেছে?
আরে না তো ওরা তো সভ‍্য সমাজের অসভ‍্য মানুষের দল,ওদের যে আনন্দে মাততে মানা।।