সময় হারাতে চেয়েছে তবু
আমি হারতে চাই নি !
বিশাল জগতে যে আমি নিমিত্ত মাত্র
বুঝতে তখনও পারি নি !
সময় বড়োই শক্তিশালী,
হার মানতে তাই হয়েছি বাধ্য !
অনেক কিছুই শিখেছি হেরে
হয়েছি এক ব্যক্তি যোগ্য !
আমার আমিত্বে মিশেছি শেষে
অহংকার সব হয়েছে চূর্ণ !
আমিই যে নই সর্বশ্রেষ্ঠ,
হয়েছি সমাজে সমাকীর্ণ !
যত না ঢাক পিটিয়েছি আমি
শতভাগের দশও আমার নাই !
আমার কবিত্ব হাওয়ায় মিলেছে
কবিতারাও আর আসে না তাই !
সময় খুবই শক্তিশালী,
মৃত্যুকেও হার মানতে হয় !
ভস্মাধারে দেহ বিলীন হবে
মরণশীলতার সত্যতায় !