ছিলাম আমি এত কাছে ,
চলে গেছি আজ এতদূর ।
স্বপ্নভরা ঘুম যেন আজ ,
অতীতের হারানো দুপুর !
মেঘের কোলে ছিল সেই হাসি
সেই পুরানো ছেলেবেলা ।
স্বর্গের নূপুর বাজে ,
আর মনে করায় ,
আমার হারানো ছেলেবেলা ॥


একলা এখন আমি
রয়ে আছি খোলা আকাশের নীচে ।  
চলি সর্বদা ঘুমচোখে ।
পড়তে পড়তে সামলানো কমে যাওয়া ।
আমার আর নেই কোনো চাওয়া ।
এখনো মনে পড়ে অবাক করে দেওয়া
সেই হারানো ছেলেবেলা ॥


তখন ছিল একশ ডানা ।
শিখছি সবে ,
উড়তে । আর মেলতে দুই পাখা ।
শিখছি তখন ,
চড়তে , আর উড়তে - খোলা আকাশে ।
মনেতে আছে বিশ্বাস !
ফিরবে আবার আমার সেই -
অতীতের ছেলেবেলা ॥


ছেলেবেলার দিনগুলো
জানি , ফিরবে না আর ।
ফিরবে না সেই হাজার আলোকিত
বিশ্বের স্বর্গসুখ-দ্বার ।
স্বর্গের নূপুর বাজে ,
আর মনে করায় ,
আমার হারানো ছেলেবেলা ॥