পড়ে গিয়েছে মনে,
কত স্মৃতি -
যারা ছিল সুপ্ত, অবচেতনে !
যারা যাচ্ছে ফুরিয়ে ,
হচ্ছে নিঃশেষ,
বাঁচবার ক্ষুধার মিশ্রণে আজ
হৃদয়ের মাঝে জন্মালো বিদ্বেষ !

একদা জন্মেছিল এক মৃনাল, রক্তনদীর উপর
যে নদী বেষ্টিত ছিল হৃদপিন্ড কে ঘিরে !
মৃনালের কুঁড়ি আজ স্পন্দনহীন,
কারণ রক্ত নদীর স্রোত যে গেল বেড়ে !
কত স্মৃতি আছে যারা মিশে যেতে চায় চিন্তাধারায়,
চাপা পড়ে যেতে চায় জ্ঞানের বোঝায় !
সে স্মৃতিগুলো শুধু আমারই,
নিজের অজান্তেই গড়া,
রক্তস্রোতে বয়ে যাবে, স্রোতের ধারায়,
জানি আর ফিরবে না তারা !