এক যে ছিল বারি ।
আর এক যে ছিল মেঘা ।
যারা পৃথিবীর অন্ধরাতে ,
জ্বালিয়েছিল দিয়া ।


" ভালোবাসি " আর " ভালোবাসি "
এই ছিল তাদের জীবনগান ।
ভাগ্য তাদের এতই খারাপ _
পেল শুধুই দুখের দান ।


ভালোবেসে বারি তাকে -
ডাকত " সোনা " বলে ।
মেঘা তাকে ডাকত -
" পুচ্কু " আর " কুট্টুস " বলে !


কবি কবি ভাব ছিল বারির ,
লিখত কাব্য খালি ।  
শুধুমাত্র মেঘার জন্যে !  
মাখত পাতায় কালি !  


বারি যখন হাসিমুখে ,
দিত পত্র পাতা ?
মেঘা তখন বলত হেসে ,
খালি -  " হাতির মাথা "


এই কথা টা বারি শুনতে
এতই ভালোবাসত !
তার মুখে ,
" হাতির মাথা " , আর - " কি বলে ? "
শুনতে বারবার সে আসত !


সারাজীবন এই দুজনের প্রেম ,
থাকবে পৃথিবী মাঝে ।
যেদিন শুধু থাকবে সবাই ,
থাকবে না তারা -
এই বিশ্ব দুনিয়া মাঝে ॥