বসন্ত এসে গেছে ।
লাল নীল জামা পড়ে ।
আমি চলবো যে ক্ষেত ধরে ,
রৌদ্র-স্নাত মধ্যাহ্নের শেষে ,
বিকালের হাত ধরে ।
শুনবো ডাক কোকিলের ।
কুহু কুহু কুহু করে ।
জীবন্ত আকাশের নীচে ,
তাল গাছ যে মাথা নাড়ে  ।
হাওয়া বয় হু হু করে -
গঙ্গার তীরপারে ।
বাতাসের গুঞ্জন কহে -
বসন্ত এসে গেছে ॥