কোনো এক লহমায় ভেঙে পড়ে বাতাসের বুক ;
খুঁটে খুঁটে খায় জলদের উচ্ছিষ্ট,
ক্ষত ছড়ায় দ্রুত ; দাগ হয় আরও স্পষ্ট ।
পাতা চুঁইয়ে পড়ে - সাদা রক্ত
দুরন্ত গতি বেয়ে ।


বাতাসেরা আর্তনাদ করে ; হুহু করে ওঠে কেঁদে


গ্রীষ্ম যে প্রাণনাশী ।
সাধারণের প্রাণ করে হাঁসফাঁস ।
শ্বাসে বুক নামে ;
আর জলদের দল গুড়গুড় করে গোঙিয়ে ওঠে -
একবার, দুইবার, বহুবার ।  
বৈশাখী সন্ধ্যায় প্রকৃতির এই যে সর্বনিশি রূপ,
সর্বনাশ ডাকে প্রতি পদে ;
কারো বা ঘর ভাঙে ঝড়ে,
আর অন্যদিকে কারো বা পৌষ মাস -
হাসে, কাঁদে, একচিলতে শীতলতার স্পর্শের লোভে  ।