মন্দির খালি হলো,
আঁধো মাখা রাত এলো,
জ্বলল না আলো । হলো রাত্রি আঁধোময় ।
শীর্ষ স্থানোপ্রানে,
রয়ে -
   তুমি জাগরণে,
করে সবি সমাপনো ।     নাই রবে ভয় ।


   নিশিদিন তম ডাকি
তম তরে আছি তাকি
আশা করে বসে থাকি ।
            ফেরে যদি প্রাণ !
শিহরণে শিহরিত -
মনো-শরীর ও মনো-প্রাণ ।