বিষিয়ে যাওয়া গল্পগুলোর গায়ে, ক্ষত মাখা গুটি গুটি দাগের মতো
প্রতিবন্ধকতার চাদরের নিচে, স্বপ্নেরা আজ রয়ে আছে শুয়ে ।
তারা পরাধীন ।


জমে থাকা বরফের ন্যায়
গলে গলে পড়ে গরমের ছোঁয়ায় ।
সেই স্পর্শ পাঠকেরই ।
সেই স্পর্শ লাগে ঠোকাঠুকি - কোনো এক বন্দি হৃদয়ে ।


কানাঘুঁষো যায় শোনা ।
তবু তারা থেমে থাকে না ।
তারা চলাফেরা করে । হাঁটে তারা দুই পায়ে ভর দিয়ে ।


তাদের আমি মুক্ত করতে চাই । দরজা ভাঙতে চাই ।
সময়ের দেশে চাই তারা উড়ুক ।
চাই তারা বলুক আমার মনের বিষন্নতার ইতিহাস ।