সকালের এই ঠান্ডা মেজাজ,
হয়ে যাচ্ছে ফ্যাকাসে !
বুকের মাঝে মলিনতা বাঁধছে বাসা
ব্যর্থ প্রেমের আভাসে !


বেসেছিলাম ভালো,
চলছিল দূরাভাষে কথা বেশ ভালো
প্রথম প্রথম এই আশা
শেখালো সত্যি ভালোবাসা !
দিন দিন এই প্রেম, কাটছিল ভালোই,
মন যেন আঁকছিল তার ছবি শুধুই !


কিছুদিন যাবার পর এল সেই দিন
যেদিন আমার প্রেম হয়ে যাবে ক্ষীণ ;
অজানা ছিল এই কথা -
আমার বুকের মাঝে
জানার পর হবে সব শেষ,
থাকবে না আর আমার কাছে !


দেখার পর প্রেমিকার হল এক বিপদ,
কোথা দিয়ে জুটলো তার এই আপদ?
প্রেমিকার আশা ভাঙলো সেই সময়
ব্যর্থ এই প্রেম, নিরাশার পরিণয় !


মনের এই গুপ্ত কথা
বুকেতেই চেপে রাখি,
তবু যেন সর্বদা হয় মনে
দেখে যাই দুই আঁখি !
" ছোটো থেকে হয় বড়ো " - বলল অনেকে
বন্ধুদের এই উপদেশ রাখবো মনেতে !


ভুলব না কোনোদিন এই দিনটিকে,
শিখে গেছি অনেক কিছু এই জীবনটিতে !
করি প্রার্থনা, যেন না আসে আর এই প্রেমের সময়
সুখ ছাড়া দুঃখ মিলবে চির সময় !