চোখের কোণে জল জমছে আজও ।


জন্মের পরে
যে কান্নাকে আপন করে
ভুমিষ্ট হয়েছি, আমার মায়ের দেশে,
সবাই তখন, দু হাত দিয়ে -
আপন করছে অল্প একটু হেসে ।


তারপর তো উঠলো কলরব ।


আজ এত বছর পর
যখন ঘাটের শেষ সিঁড়ির উপর
দাঁড়িয়ে আছি,
চোখের কোণের জল পড়ছে বেয়ে
সেই প্রথম দিনের মতন -
টপটপ টপটপ ।


কত বিয়োগের পর
আজ গঙ্গা মায়ের স্পর্শে
ভাঙছে চমক ।
মিশেছে কত দেহের ছাই এক হয়ে -
গঙ্গার বুকে । তাই দেখি দুচোখ মেলে -
জল স্পর্শ করি । খুঁজতে থাকি -
ছুঁতে থাকি - ধরতে থাকি -
আমার মায়ের হাত  ।