চল সেখানে যাই,
হাত ধরে যাই,
চল - যেখানে রইবে নীরব গোধূলি,
থাকবে না যমের প্রহরী,
চল হাত ধরে যাই সেখানে ।


যেখানে ভাসবে তরী
ভাসবে খেয়া
ভাসবে মোদের দেহ-মন,
চল, সেখানে গিয়ে জানাই সকলকে
দিয়ে অশ্রুজলের বিদায়ক্ষণ ।


যেখানে ধরাতলে,
একটিই স্থান যাবে রয়ে
আলোতে সেই স্থান হবে পূর্ণ -
চল হাত ধরে চল সেখানে !