আমার হয়েছে সময়
কেটেছে কত না ভয়
সে ভয় মৃত্যুভয় ছাড়া
আর কিছু নয় !
আমার হয়েছে সময় !


কত দেহ হয়েছে ছাই
হয়েছে অগ্নিদগ্ধ,
বাকি আর কিছু নাই !
আছে আত্মা এই শরীরেতে
দুই'শ ছয়টি অস্থির সমাবেশে
হাত পা চোখ - যা আছে সকলে
বাতাসে মিশে যাবে হয়ে ছাই !

দেখছি বাইরে চেয়ে
আকাশ হয়ে আছে ঘনীকৃত হয়ে
কালো কালো ছায়ায় মাতবে হয়ত বা  
আরও ঘন  হয়ে -
বৃষ্টি হয়ে ঝরে পড়বে হয়ত বা পড়বে ঢলে -
ভূমির কোলে,
যাবে সমস্ত আকাশ অন্ধকারে ঢেকে !
আর আমি করব গঙ্গাযাত্রা -
খাটের উপর থাকবে দেহ, ভিজবে গঙ্গোদকে !