আমি কাল স্বপ্ন দেখেছি ।
কল্পনার জগৎ যে কতটা হতে পারে -
রং ময় ?
তা কল্পনার অতীত ।


যেন বাস্তব স্বপ্ন ।


একটি মাঠ ,
দেখতে রুগ্ন ।
তার মাঝে -
চালিত ধীর গতির কিছু ,
গৃহপালিত প্রানী ।
বিচুলির পাতা আর শেওলাওলা ঘাস ,
পুব দিক _
রবির বাড়ন্ত উর্ধমুখী আকাশ ।
আর আমি এক ক্লান্ত পথিক !

রৌদ্র মাখা পথ ।
বৈশাখী দুপুর ।
থমথমে পরিবেশ আর ,
গ্রীস্মের সুর ।
সবমিলে এক বেসামাল -
দিনযাপন ।


এ যেন এক বাস্তব স্বপ্ন ।


গলা শুকিয়ে কাঠ ।
জল পাই কোথা ?
এ তো শুকনো এক মাঠ ।
হঠাৎ দেখি,
হয়ত বা চোখের ভুল -
ওই দূরে কি কোনো নদী ?
না ঝিল ?
রং তো নীল !
প্রান্ত ঘিরে কতক ছোটো ছোটো গাছপালাও ।  


দেখে গাছপালা -
স্বস্তি এলো !
যাক এ যাত্রা উতরে যাব ।
মরতে হবে না !


বইছে মৃদু বাতাস ।
গরম বাতাস ।
ছাতি ফাটছে ।
জল কি কোথাও নাই ?
তবে হয়ত হল
সব আশা আজ _
তিলেতে  তিলেতে দগ্ধ ছাই ।
বাঁচবার আশা নাই ।
এখন সেই গরুও আর নাই !
নাই আর বিচুলি আর কোনো খড়কুটা ,  
নাই কোনো নদী বা কোনো ঝিল !
তবে কি ছিল সকলি মরীচিকা?  


কোথা থেকে হঠাৎ কানে ভেসে এল -
মোরগের ডাক !
দূরে ভেসে আসা কোনো ঝগড়ার সুর ,
খুব দূর ।
সব মিলিয়ে হল যেন হল এক _
কল্পনার স্বপ্ন আমার ।


কোথা দিয়ে অনুভূত হলো শিহরন -  
ঘামে ভেজা গায়ে জলের স্পর্শ !
ধরমর ওঠা !
সচকিতে শোনা সেই চেনা সুর ।
জন্মগত -
আমার মায়ের ডাক ॥