সে আজ চাইছে মুক্ত হতে,
মায়া হতে, তার এ গৃহ হতে !


ধূপের বাসে গিয়েছে ঘর ভরে -
ধুম্র মিশ্রিত বাতাসের ভারে !
চারিদিক আছে স্তব্ধ, নিঝুম -
গহীন মৃত্যুপুরীর দ্বারে ।


যন্ত্রনাকাতর প্রাণহীন মায়ার পার -
হয়ে আছে জ্যান্ত,
তবু সারাদেহ নিঃসাড় ।
বাইরে পেতে কান, শোনে শব্দ কড়া নাড়ার,
আত্মা আছে, সংসার আছে ।
তাই সে চায় খুলতে গৃহের দ্বার,
চায় হতে মুক্ত, দেখতে চায় মেলে চোখ,
সংসারহীন মুক্ত স্বর্গ-দ্বার ।
কিন্তু, তার যে দেহ নেই আর !