কোন তারাতে বাঁধবো আমার দুই মণির ঘর
একটুকু জল আর লাগবে দুটো কুটো খড়
বন্ধ আঁখি খুলবো তবে, আধো আকাশ হবে সাক্ষী,
মণির তারা স্তব্ধ হবে, জন্মাবে ন্যায় দুই মৃত পক্ষী ।
খড়ের কর্ম তো শুকিয়ে দেওয়া ওই অশ্রুফোঁটার দাগ,
মুছিয়ে দেওয়া রাগ, অভিমান, আর জমানো অনুরাগ ।
আর জলের প্রয়োজন -
করতে আমায় নিয়ন্ত্রণ ।
যাতে আমার সুখ ও দুখ পায় একই ছায়ার ঘর,
তাই তো চাই বাঁধতে তারায় আমার দুই মণির ঘর ।
সেই তারা যেন করে জ্বলজ্বল,
যেন না হয় উতল, আর হাসে খলখল ।