দুর্বল অসহায় মানসিক রোগে
দেহ হয় ক্ষয় ।
                    জন্মায় অরুচি,
কালসিটে পরে ক্ষতের দাগে
মনের জর্জরতায় ।


ঔষধের গুণ দোর খোলে আপন গুণের মেলার,
রন্ধ্রে রন্ধ্রে মেশে ড্রাগস্ আর কেমিস্টের দল ।
তবু সারতে চায় না রোগ, হওয়া অসুখ, বিসুখ ।


সারাদিনের পর, যখন একমুঠো মিঠে রোদ
এসে পরে চোখের পাতার উপর,
বুঝি এ রোগ সারবে রবির -      
                      স্পর্শেই !


বুঝি এ রোগ দেহের নয় । পরাধীনতার শিকল ভেঙে,
কাটিয়ে মনের সকল দুর্বলতা -
যদি মনকে প্রশ্ন করি -
তবে এই মিঠে রোদ-ই হবে একমাত্র প্রতিকার ।