অন্ধকারে কি কোনোদিন আলোর সন্ধান করেছ?
দুপ করে যখন নিভে যায় আলো,
অন্ধকার আসে !
রাতের বেলায় সেই অন্ধকারেই তুমি ঘুমিয়েছ,
কারণ তুমিও জানো অন্ধকারেই ঘুম আসে ভালো !


এই রাতের মতোই প্রত্যেকের জীবনে আসে অন্ধকার,
তবু একপ্রকার অভ্যাসের বশেই কেউ চায় না  -
তার জীবন ঢেকে যাক অন্ধকারে !
সবাই চায় কাটুক রাত্রি,
আসুক শান্তি, কাটুক দিবস রোদ্দুরে !


সময়ের কাছে মোরা খেলার পুতুল,
তবু সময়কে উপেক্ষা করেই চাই সর্বদা হাসতে !
তবে এটাও সত্য যে প্রতি পদে পদে মোরা হচ্ছি ব্যর্থ
জীবনটাকে বুঝতে !
তাই আমাদের সবার ঘুম দরকার, ঘুম !


বাঁচতে গেলে ঘুমের যেমনি প্রয়োজন,
তেমনি প্রয়োজন হাসতে গেলে কান্নারও,
যেমন দুঃখ ছাড়া সুখ নেই
তেমনি রাত হলেই আসবে দিন,
জীবনে তবেই আসবে শান্তি, হবে প্রাণবন্ত !


এটাই সত্য জন্মানোর পর প্রথম আলো দেখে কেঁদেছি আমরা সবাই,
থেকেছি মায়ের গর্ভগৃহের গভীর অন্ধকারে,
তবে কেন নই প্রস্তুত জীবনে অন্ধকার আসার জন্যে?