বৃহৎ এক বৃক্ষদেহের ফাঁক দিয়ে
আকাশে সেদিন সোনার থালাটা
আত্মপ্রকাশের চেষ্টায় উঁকি মারলো ।


উক্তদিনের পর থেকে ওই থালার হাতছানি
আরও বেড়ে গেল ।


আমার এখন অসুখ বর্তমান ।
ভয়তে বন্ধ রাখি জানালা,
আবদ্ধ করে রাখি নিজেকেই
ঘরের এক কোণায় ।
বসে থাকি হাঁটুমুড়ে, মুখ তাতে গুঁজে !
ভয় হয়, ভয় । দেখে ওই চাঁদ ।


যেদিন অমাবস্যা আসে,
চারিদিকে নামে ঘুঁটঘুঁটে অন্ধকার,
সেদিন ওই জানালাটা খুলি ।
দেখি সেই বৃক্ষদেহের ফাঁকে, আকাশের কোল,
শূন্যতার চাদরে পড়ে গেছে ঢাকা ।


ভয় কমে যায় !