জানালার গরাদ ভেদ করে,
মুখ বের করার বৃথা চেষ্টায় দৃশ্য দেখি,
অপরাহ্নের শেষ বেলাতে
তপ্ত সোনালীর ছটা শেষ হতে আর বেশি নেই বাকি,  
এমনই সময় পুবের উল্টোমুখে রবির যাবার পথে
দেখি, লাল মেঘগুলি একে একে রয়ে আছে সাজানো !
তারা স্তব্ধ নয়, কোনো মূর্তিও নয়
চলেছে ধীরবেগে, আপন গতির ধারায় !
হঠাৎই চোখ গেল ঘড়ির দিকে,
এবার বেরোতে হবে অফিসের পথে !
ভুলেই গেছি, আমি আর সেই ছোটোটি নেই !