যত মলিনতা আছে, সকলি মিশে যাক্,
পাক্,
এক পবিত্র ছোঁয়া পাক্,
ওই শূন্যে বিলীন হয়ে যাওয়া সমুদ্রের জলে,
যাক্, ধুয়ে মুছে যাক্,
চিন্তা যত মিশে আছে অশুভের দলে !
মুছে যাক্ -
যত আছে অসভ্য চিন্তাধারার পরিপূর্ণতা,
মুক্তি পাক্ জীবনের সজীবতা,
জীবন পূর্ণ হোক্ এক পবিত্র ছোঁয়ায়,
পূর্ণ হোক্ অদূষিত, অকলুষিত
এক পরিবেশের বায়ুকণায় !