আমার যে কটা দিন কেটেছে -
আলোর জালে,
ফুরিয়েছে সে ক্ষণ,
নাই যে তা আর আপন ভালে !
আলোর রথের রশ্মি হতে ছিঁড়ছে আমার নাড়ি
অন্ধকারের অস্ত্র হাতে দিচ্ছি আমি পারি !
প্রদীপের অগ্নিশিখা পেয়েছে -
মোর অশ্রুজলের স্পর্শ,
শুকনো হাতে মুছতে অশ্রু,
ব্যর্থ হয়েছি বর্ষের পর বর্ষ !
মনের খাতায় কাটলে আঁকি,
ছিটকে যাচ্ছে রংতুলি
জীবনটাকে বুঝতে গিয়ে -
জলেই দিলাম অঞ্জলি !