রবি নামে গহন বনে
সন্ধ্যা নামে পাতার কোণে
বাজায় বাঁশি নিয়তি বাণে
স্তব্ধ হয় মুহূর্তে প্রাণ -
            কোন আঁধারের বিছানায়?


ইন্দু মামার আলোক মালা
জ্বলজ্বলে হয়ে সোনার থালা
জ্যোৎস্না - ছটার কিরণ খেলা
সব আঁধার করে দূর -
            ভাসে আকাশের আঙিনায় !