পর আপন সম্পর্কের মাঝে ,
বেদনা মিশ্রিত রক্ত ক্ষতে ........
দূরদিগন্ত মলিনপথে ,
কাঁটা ঝোঁপের মোরুস্রোতে ।
রাত পেরিয়ে দিন আসে ,
দুঃখ যেন গভীরে হাসে !
বক্ষ ফাটে , তবু মুখের আশায় ;
চাপা কান্নার নির্মম দশায় ......
ক্ষতের চাপে , হাসির পাশে ,
দীর্ঘ হয়ে এ পত্র হাসে ॥
কাঁটার ক্ষতে দারুন ঘাতে _
রোগ ভরা এই দীর্ণ বেশে _
কাঁটার প' রে দিনের তরে -
মন যে আজি হলো শান্ত ॥