করি সমুদ্রতটে চঙ্ক্রমণ !
যতই দেখি ! চোখে লাগে ধাঁধা !
জল-জল চারিদিক !
অনন্ত কালচে নীলের সীমাহীনতা !
পলকে পলকে উঁকি দেয় -
অর্ধচন্দ্রমালার আলোকছটা !
আর নক্ষত্রগুলি জ্বলে জোনাকির মতো !
তাতে নেই আলো !
শুধু সেও বোঝাতে চায় তার অস্তিত্বটা !