আমরা কবিরা যাঁরা কবিতা লিখি বা লিখতে ভালোবাসি তাঁদের প্রতিটা কবিতা কি এক পূর্ণ মনোভাব স্বরচিত আকার ধারন করতে পারে ?
আমি নিজেকে কবি বলি কারণ একটাই , আমি কবিতা লিখতে পারি । কিন্তু আমার সব কবিতা যে ভালো গুণমান সম্পন্ন হবে তার কোনো চিরন্তন সত্যতা আমি একা যাচাই করতে পারি না ।
      আমি ছোটবেলা থেকে কবিতা লিখছি । প্রথম লেখাটি আমার ২ লাইনের ছিল । ভালো হয় নি ।
আবার চেষ্টা করলাম । ৩ লাইনের হল । ভালো হল না । আবার লিখলাম । ৪ লাইন হল । ৫ লাইন হল । ৬ , ৭, ৮, থেকে বাড়তে থাকলো লাইনের সংখ্যা । মনে মনে খুশি হলাম । ভাবলাম এবার হয়তো আমার লেখা যথেষ্ট গুণমান সম্পন্ন হবে । নিজের লেখা বার বার করে পড়লাম । বাড়ির লোকজন কে পড়ালাম ও । সবাই ভালো বললেন । কিন্তু মনের মাঝে কেমন যেন খটকা লাগত । স্বরচিত কাব্য গুলি নিজেরই ঠিক মনঃপূত হত না । নিজের লেখা যদি নিজের ই ভালো না লাগে তবে সমাজ কেন পড়বে ? মনের ইচ্ছা আমার লেখা আমার দেশ পড়বে । বাংলার সমস্ত লোক পড়বে । কিন্তু আমার লেখার মধ্যে সেই বাস্তবিক ছায়া বিদ্যমান কি ?
        
          এখন অবশ্য সেই ভয় কেটে গিয়েছে । লিখি । যা পারি তাই লিখি । এটা মনে করেই লিখি যে হাতে যখন একবার কলম উঠেছে , এ যুদ্ধ ও আমি শেষ করব । জয়লাভ করব কোনো না কোনো দিন ! রইবো তারই অপেক্ষায় ॥