নিঃশব্দ জন - জীবনে,
দিন নেই ,
রাত নেই ,  
কালান্ধকার নেই ,
আলো নেই
আছে শুধু - ধোঁয়ার অস্পষ্টতা ।  


এই দুই নয়ন
ঠকানোর মাঝে চেয়ে থাকে
এক অজ্ঞাত পরিচয়ে ।
কেউ জানে না
জানতেও পারে না ।
রয়ে থাকে এক
অবয়বহীন পথের ঠিকানা ।
এ যে এক
মায়াজালের দুনিয়া ।


মায়াজাল ঠিক দেখতে হয়
হীরের মতো
যেন দাহ্যবস্তুর এক অঙ্গার
যেটি হিংসা আনে
বিশ্ব পারাপার
এটাই উপসংহার
শেষ উদাহরন এক সমাপ্তির  ।


চেহারা তো সবারই এক
মোরা চিনব কি করে ?
বন্ধু না খুঁজে শত্রু খুঁজলে
চিনব তখন এই বিশ্বাসেরে
এই মায়াজলের দুনিয়ায় ॥