এই হৃদয় তব তোমার ওগো
নিঃশ্বাসের' শেষ ।
এতকাল ভালোবেসে তোমারে
কাটিল যে বেশ ।
আজি ; শীতের কোলে
ভাসিয়াছি মোর
প্রেম যুগলের স্বর্গ-কোলে
কাটিয়া ঘনঘোর !


শেষ ঝিরঝির বৃষ্টির কোল
শীতল' বাদল ।
সর্বস্বহারা হইয়া শেষে
আজি হইয়া অমর
এই প্রেম-যুগল ।
নাচিয়া চিত্ত ও মন ।
সকলি হেথা যুগল-দ্বয়ের
শেষ হইল এ-ক্ষন ।


মনে রাখিয়া সকল পল
মৃত্যুর কোল _
যেন নিদ্রা সম দোল !  
মোদের জীবন ' যেন
উন্মত্ত - প্রেমময়
মায়াময় ॥


(মৃত্যু পত্র নামক এক গদ্য আমার স্বরচিত । সেই গদ্যে ব্যবহৃত এই কবিতা টি আজ আসরে তুলে ধরলাম ॥ )