আমি মুক্তি চাই
রাজনীতি নয় - মুক্তি চাই
প্রাণহীন দেহ থেকে মুক্তি চাই ।


আমি মদের বোতল দেখেছি - হাজার
আমি মদে বিলীন হয়েছি - শতবার
আমি নেশায় মত্ত হয়েছি - বহুবার
মদের গন্ধে বুঁদ হয়েছি - বারবার
আর মুক্তি চাইছি - এইতো প্রথমবার ।


প্রেম যদি বল - জন্মেছে তবে ঘৃণা
ধরেছি হাতে গোলাপের বদলে রক্তবীনা
অর্থাভাবে সেই বীনায় রক্ত ঝরে, টপটপ করে ।
তাই প্রেম - আর নয়
আমি মুক্তি চাই, আর ভালোবাসতে নয় ।


বিতৃষ্ণায় জীবনের প্রতি হয়েছে নতশির
অর্থাভাবে, বেকার হয়েছি, হয়েছি - মূক-বধির
আমি যা স্বপ্ন দেখেছি, তা ভুলতে চাই
শুধু যা চাই - তা হল মুক্তি ।