গঙ্গা তুমি কতদূর যেতে পারো !
তা কি আমায় বলতে পারো ?
তোমার মধ্যে এই যে পবিত্রতা ,
তা দিয়ে কি কষ্ট নিবারণ হয় কারো ?
কত শ্মশানের ছাই তোমার শরীরে
মেশে ,
কত মাটি মেশে , কত ধুলা মেশে ,  
তবু কত পবিত্র তুমি মোদের মায়ের বেশে !
কত সৃষ্টির সাক্ষী তুমি ,
কত মৃত্যুর ও বটে ।
কত স্মরনার্থী পূজায় ভরায় ,
কত মানস থাকে তাতে ।
কতবারই না বৃষ্টির জলে ফুলে ফেঁপে ওঠো ,
সামনে চলো এগিয়ে স্রোতের সাথে ভেসে -
বয়ে যেও তুমি যেমনটি বয়েছ শতবর্ষ ধরে ,
গঙ্গা তুমি থেকো এই বেশেই যেমনটি আছো এমনি করে ।