নদী যদি বলতো আমাকে,
' চল যাবি? সময়ের স্রোতে ভেসে? '
উত্তরে, এককথায় ' হ্যাঁ ' বলতাম !


      কিন্তু স্রোত চলে গেছে আপন মনে !
ভুলেছে আমায় নিতে !


আর তাই আমি আজও সেই একই স্থানে
রয়ে আছি -
অতীতকে আঁকড়ে ধরে,
           গুঁটিসুটি মেরে,
                 ভয়ে পেয়ে, একা, নির্জনে !