আমার মরণ নাই
আমার মরণ নাই
আমিই সেই জড় -
যার অন্ত নাই !


মানুষের হাতে সৃষ্ট আমি
প্রকৃতির বিনাশ চাই
আমার মরণ নাই !


অবিরাম চলি মানুষের হাতে হাতে
নিত্যদিনের দিনলিপিতে
অমর হয়েছি বরদানেতে
আমার মরণ নাই !


পরিবেশের মৃত্যু এনেছি আমি
তবুও আমি এই দেশেতে খুব দামি
প্লাস্টিক আমি জন্ম থেকেই
নই আমি কোনো প্রাণী !


আইন করেছে নিষেধ আমায়,
মানুষের দল তবু করছে আপন আমায়,
কত পশু পাখি খেয়ে যাচ্ছে মরে
তার হিসেব নাই !
পৃথিবীকে বাঁচাতে গেলে
আমার মৃত্যু চাই -
তবু - আমার মরণ নাই
আমার মরণ নাই
আমিই সেই জড়
যার অন্ত নাই
আমার মরণ নাই !