( কবিতা টি গদ্য ছন্দে লেখা । )


পথ _ এই পথ বলে না আছে আমার আদি ।
         না আছে আমার অন্ত ॥


পথ _ এই পথে চলতে চলতে পড়ে ,
         কত লোকের পায়ের ধূলা -
         যা মেখে চলে আমি ক্লান্ত ॥


পথ _ পথ বলে আমার শিরায় শিরায় -
        আছে কত ছায়ামূর্তি !
        যা নিয়ে আমি চলি ॥


পথ _ পথ বলে কত রৌদ্র পড়ে আমার উপর !
        আর রৌদ্রের ফাঁকে ফাঁকে আছে মোর -
        সবুজ-স্নিগ্ধ সঙ্গী - যা আমার ই ,
        উপর মাথা ছেড়ে দিয়ে বট-বৃক্ষের মত _
        দাঁড়িয়ে আছে আমার ই পথের উপর ॥


পথ _ পথ বলে কখনো আমি ধূসর রং এ রাঙ্গা ।
        আবার কখনো বা আমি লাল মাটিতে রাঙ্গা ।
        মোড় কত অঙ্গে যে মিশেছি আমি -
        থাকি লোকের নূতন পথের - হয়ে পথচারী ॥