- আচ্ছা মণি কতদিন ধরে ভাবছি একটা কথা !
হচ্ছে না বলা বলবো বলবো করেও,
কিন্তু তুমি রাগ করবে নাতো?
- বাব্বা, হেঁয়ালি করো এতো !
বলেই ফেলো না ! নাটক তোমার যত !
- এই যে এই অজানা এক দেশে এলাম আমরা অনেকদিন হলো,
আসল নাম কি এর? তা কি তুমি জানো?
- ' প্রেম নগরীর ' দেশ যে মশাই, জানবে তা কি করে?
বুঝিনা বাবা,
গুমরে যাওয়া মন নিয়ে তুমি থাকো কেমনি করে !
- ' প্রেম নগরীর ' দেশ? এতদিন তো জানতাম এটাই প্যারিস,
এখানে বুঝি সবাই প্রেম করে?
- হ্যাঁ গো হ্যাঁ ! প্রেম করে সব !
যুগ্ম হৃদয় বাস করে যে পরস্পরের হাতটি ধরে !
কাকে যে বলছি, খাওয়া আর ঘুম যার কাছে সব,
প্রেম যে তার কাছে শুধুই অবাস্তব !
- তাই? তাহলে আমায় তুমি ভালোবাসলে কেন?
- প্রেম যে আসে না বলে কয়ে,  
তাই উত্তর দিতে পারবো না এসব প্রশ্ন হেনো তেনো !
- আহা রাগ করো কেন? খাবে রাস্তার ধারের ওই ঘুগনি আলুরদম?
- রাগ ভাঙানোর এ কি চেষ্টা শুনি
কিন্তু নিতে যাবে কে? বৃষ্টির তেজ তো এখন হয়নি অনেক কম?
- আমি যাব, তাছাড়া আবার কে?
আমি আসছি, তুমি দাঁড়াও এখানে চুপটি করে !
- না মশাই, তুমি দাঁড়াও, নাহলে লাগবে ঠান্ডা,
আর ভুগবে হাচ্চি হাচ্চি করে !
- নাগো মণি, চলো না যাই একসাথে, ভিজবো বৃষ্টিতে,
তোমার হাতটি ধরে !
- বাব্বা, গোমড়ামুখো নিরস তুমি,  
মনেতে জাগছে প্রেম কেমন করে?
- নামটাই যে ' প্রেম নগরী ', ভুলছো কেমনি করে?