মনে পড়ে বন্ধু ?
     সেই দিন ?
সেই বিকালবেলার_
শান্ত আকাশবেলা ?


সন্ধ্যাবেলার প্রদীপজ্বলা_
সলতে-দের সেই খেলা ?
রাত্রি আঁধো , সন্ধ্যা আঁধো_
জ্যোৎস্না চন্দ্রমালা ?


তবু চলছি এগিয়ে_
আমরা যদিও_
করছি ছেলেখেলা ॥



মনে পড়ে বন্ধু ?
     সেই রাত ?
সেই নিশীথের_
সেই নদীর ওই_
তীর ঘেঁষে চলা ?


জোনাকির সাথে_
মিলিয়ে হাতে হাত_
সময়ের সাথে চলা ?


শিশির ভেজা ওই রাত্রিতে_
বসেছিল মনেতে মেলা ?


যদিই আমরা ,
আজও সেই_
করছি ছেলেখেলা ॥