পাঁজর ঘিরে জন্ম নেয় কতক বৈধ প্রশ্নের দল ।
আলো মেখে হাসে তারা,
করে জ্বলজ্বল ।
বড়ো হলে পর,
দাঁত বেরোয়, হয় মুখেভাত ।
বুলি ফোটে, বাড়ায় হাত, আর পড়ে ধারাপাত ।
দেহ তারপর, বেড়ে যায়,
হয় চারগুন ।
কাঠে নয়, তবে মনে ধরে সন্দেহের ঘুণ ।
প্রশ্নেরা ভাঙে -
সম্পর্ক আর বিশ্বাস ।
পাঁজরেতে ধরায় জং আর খেলে ভুল তাস ।