আগামীর স্বপ্ন যখন অলীক গল্প হয়, মানসিক অসুখ নিয়ে রাত্রিযাপন।
রাতের ক্ষণে চিঁড় ধরে, চিন্তাসমুদ্রে ঢেউ ওঠে সারাক্ষণ।


    বাস্তবতার চাদর ওড়ে, কল্পনা যায় মরে;
    দুশ্চিন্তায় মুখ লুকাই ব্যাস্ত এই শহরে।


কঠিন অসুখ স্বপ্ন দেখা, তাই হাত কামড়াই, হয়  সুখ নিঃসরণ।