আজ আমি দেখেছি স্বপ্ন
কখনো না ভোলার ।
যা দুঃসাধ্য
তবু আসা আছে পাবার ।
মরে যাব তবু হারবো না
জিতবে মোর প্রাণ ।
তোমরা সবাই শুনবে
আমার স্বপ্নের জয়গান ।
প্রভু মোর, করো ক্ষমা মোরে
দাও যেন এই বিশ্বাস ।
কথা দিলাম - বীরের মৃত্যু
করবো গ্রহণ, যতক্ষণ আছে শেষ নিঃশ্বাস ।
ওই যে দেখি স্বপ্নের ক্ষেত
ফসল জেতবার ।
রাত্রি শেষে ঘনাবে
জয় জয় সংবাদ ।
উঠব আমি
খুলে সব ক্লান্তির দরবার ।
পেয়েছি শিক্ষা, পেয়েছি নির্ভীকতা
ঊর্ধে শতবার ।
জিতবে রক্ত, জিতবে স্বপ্ন
পাবো যে একদিন
জেতার রত্ন - কালের উপহার ।
শেষ হবে এই দিন শেষ
আমার জীবন
জেতার নেশায় মগ্ন স্বপ্ন
শেখাবে কাকে বলে - ' জীবন ' ।