দূর থেকে যায় দেখা - ওই যে মরীচিকা,
একা - ওই রক্তমাংসের -
এক হাতে ধরে থাকা, জ্বলতে থাকা - মশালের গা -
বেয়ে ঝড়ে পড়ছে কিছু টুকরো, নিভে যাওয়া আগুনের ছাই !
বিরহের সুরে, অন্য হাত উঠেছে কপালে,
ছিঁড়ছে মাথার চুল !
সে জল চায় ! ছাইগুলি ভাসাতে চায় !
নেভাতে চায় আগুন ! খুঁজছে, সে, এখনও পথ খুঁজছে !