আবারও একটা শীত যাচ্ছে ফিরে ।


রাত্রির বেশে যে অন্ধকার, লুকিয়েছিল ঘাপটি মেরে,
নিশ্চুপ, নিঝুম, ঠান্ডা হাওয়ার স্পর্শে পাখনা ঝাপটে উড়ে,
কখনো বা ঝিরঝির বৃষ্টির কোলে আশ্রয় পেয়ে
কার্নিশ বেয়ে ধুলোমাখা রাস্তায় পড়ে -
টুপটুপ করে,
সেই শীত খেলা করেছিল ।


কত শত ফল যারা জন্ম নেয়,
কত শত ফুল যারা ফোটে,
শীতের স্বাদ নিয়ে যারা বাজারে যায় মিশে ।
পিঠের গন্ধে, নাক নেশায় হয় বন্দি ।
ঠান্ডা বাতাস, মিঠে রোদে ঢেকে যাওয়া বিকেল,
তাদের নিয়ে খেলা করে, মাতে ।


সেই শীত আজ যাচ্ছে যে ফিরে ।


নদীর উপর যে কুয়াশা কুন্ডলি পাকিয়েছিল,
যে ভোর, কনকনে শীতলতাকে, শিশিরের জল বহন করেছিল এতদিন,
সেই ভোরের বেলায়, সূর্য আজ উঠে হাসছে মুচকে মুচকে !


আজ যে শীত যাচ্ছে ফিরে ।