কতবার ভেবেছি, ঘুরে আসবো একদিন -
শহরের বুক ছাড়ি বহুদূর,
এক পাড়া গাঁয়ের দেশে !
নিঝুম, নিস্তব্ধ ধুলোহীন দেশে !


যাওয়া হয়ে ওঠে নি কোনোদিন !
হয়তো বা জেগেছে শহরের প্রতি প্রেম?
হয়তো বা লুকিয়ে আছে হারিয়ে যাবার ভয় !


বহুবার হেঁটে হেঁটে
অজানা পথে-ঘাটে,
কত ধুলো খেয়েছি চলতে গিয়ে -
শহরের বুকের উপর !
বহুবার ভেবেছি চলে যাবো ছেড়ে এ শহর !
অজানা কোনো এক ঠিকানার খোঁজে -
যেখানে রইবে না এত কোলাহল,
মিশবে না বাতাসে রাস্তার ধুলো, গাড়ির ধোঁয়া !
যেখানে মাটির উপর দিয়ে ভেসে যাবে প্রকৃতির গন্ধটা !