ওই ওই শোনো -
বাজে, শঙ্খধ্বনি বাজে !
তুমি যাও, মাগো -
লক্ষ্মীর বেশ সাজে !
পায়ে আলতা, মাথায় সিঁদুর পরে  
নামাবলী গায়ে, হাত দুটি জড়ো করে,
যাও মা তুমি যাও -
লক্ষ্মীর বেশ সাজে !
ওই ওই শোনো -
বাজে শঙ্খধ্বনি বাজে !


শেষবারের মতো দেখো -
পিছন পানে, আমার দিকে ফিরে !
মনে রেখো মা তুমি আছো -
আমার সমস্ত হৃদয় জুড়ে !
ওই ওই শোনো -
বাজে শঙ্খধ্বনি বাজে !
তুমি যাও মাগো -
এই লাল রঙা বেলা সাঁঝে !


মেঘের দলের কত না খেলা দেখি !
সময়ের ঝড়ে আজ হয়ে গেছি একাকী !
আমার জনম বৃথা নয় মাগো
তোমার স্নেহ পেয়ে !
আমার পরিচয় তোমার জন্যে
বাঁচব সন্তান পরিচয়ে !
ওই ওই শোনো -
বাজে শঙ্খধ্বনি বাজে !
মনে পড়ে কত না স্মৃতি
হৃদয়ে সতত বিরাজে !


শেষবারের মতো এই শেষবেলাতে
রক্ত শুষে যাওয়া হৃদয়ের দোরগোড়াতে
যন্ত্রনাটা বাড়ছে আরও ধীরে আস্তে আস্তে  !
ওই ঢিপঢিপ শব্দটাও এখন চায় বন্ধ হতে !
শুনতে কি পাও -
ওই যে শঙ্খধ্বনি বাজে !
উলু দেওয়া আর প্রদীপের আলোকে,
দীপ্ত হওয়া এই বেলা সাঁঝে !
বাজে শঙ্খধ্বনি বাজে !