শূন্য যখন শূন্যতে থাকে না আবদ্ধ,
জন্মে শত প্রশ্ন,
জন্মে শত ইচ্ছে, করি আর্তনাদ,
খালি মনে হয় করি প্রতিবাদ !
ঈশ্বরকে বলি ,
আমি কি একাই, যে প্রস্তুত সর্বদা,
নিজেই দিতে আত্মবলি?


পড়ে থাকে একটিই উপসংহার,
উত্তরহীন কিছু প্রশ্নের সমাহার !
কোথা হতে আসে ভক্তি,
শূন্য হৃদয়ে -
আপন হতেই কপালে ঠেকে যায়
জড়ো করা দুই হাত,
কোথা হতে তখন পাই এক উত্তর -
যে হৃদয়ে থাকে ভক্তি,
সেই হৃদয় কখনো মরে যায় না
হয়ে ওঠে অমর, চির যুগ যুগান্তর !