সপ্ত সুরের সিন্দুক আজ ,
হয়েছে চুরি ?
আমি বলি হয় নাই ,
হয় নাই চুরি ।
গিয়েছে খোয়া ।
মন যে বলে -  না ,
আর যাবে না পাওয়া ।
খুঁজতে থাকি আশায় আশায় ,
যদি পাওয়া যায় ফিরে ?
হতেও তো পারে ?
পাওয়া গেলে পাওয়া যেতেও পারে ?
খুঁজলাম ।
সর্ব শেষে বুঝলাম -
বৃথাই এ চেষ্টা !
সবই কি হারালাম ?
হারালাম তবে বোধ হয় ?
জীবন টা তো ধোঁকাই দিল !
সর্বদা হিংস্র ক্ষুধায় ।
কিসের ক্ষুধা ?
জানি না সে তা ।
মরছি মরন সুধায় ॥